বকশীবাজারে মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১১ নভেম্বর ২০১৮

পুরনো ঢাকায় সরকারি মাদরাসা-ই-আলিয়া ও নবকুমার স্কুল সংলগ্ন ঐতিহ্যবাহী মাঠে অস্থায়ী স্থাপনা অপসারণ এবং ভবিষ্যতে মাঠে স্থাপনা না করার দাবিতে মানববন্ধন করেছে এলাকার বাসিন্দা ও শিক্ষার্থীরা।

রোববার (১১ নভেম্বর) মাঠ সংলগ্ন স্থানে এলাকার সাধারণ মানুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় এটি ছাড়া খেলার কোনো মাঠ নেই। সকালে এবং বিকালে এলাকার শিক্ষার্থী ও ক্রীড়ামোদী মানুষ এখানেই খেলাধুলা করে। মাঠটি সবার জন্য উন্মুক্ত থাকায় বিনা বাধায় বিভিন্ন সময় ক্রিকেট, ফুটবলের টুর্নামেন্টও অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও আশপাশের অনেক প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করার জন্যও মাঠটি ব্যবহার করা হয়। তাই ঐতিহ্যবাহী এ মাঠে অস্থায়ী স্থাপনা অপসারণ এবং ভবিষ্যতে মাঠে যেন কোনো প্রকার স্থাপনা গড়ে না উঠে সেই দাবি জানান তারা। মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে অংশ নেন তারা।

মাঠ রক্ষা কমিটির আহ্বায়ক সাইফুর রহমান প্রবালের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এলাকার শিশু, নবীন, প্রবীণ, যুবকরা অংশ নেয়।

এএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।