প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন সরওয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকারকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিয়োগ দেয়া হয়েছে।

প্রেষণে এই কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিয়োগ দিতে মঙ্গলবার তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে ইহসানুল করিম প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে আছেন। এই অনুবিভাগে বর্তমানে ১০ জন কর্মরত আছেন, এখনও খালি আছে দুটি পদ।

আরএমএম/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।