প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরাফ সিদ্দিকী বিটু


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৪ এপ্রিল ২০১৭
আশরাফ সিদ্দিকী বিটুর ফেসবুক থেকে নেয়া

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর পরিচালক আশরাফ সিদ্দিকী বিটুকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আদেশে এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হয়। আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন থেকে পদত্যাগের শর্ত পূরণ সাপেক্ষে এ নিয়োগ চূড়ান্ত হবে।

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত আশরাফ সিদ্দিকী বিটুর গ্রামের বাড়ি ময়মনসিংহ শহরের মাসকান্দায়। তার বাবা আবু বকর সিদ্দিকী পেশায় একজন আইনজীবী।

এমএমএ/ওআর/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।