এবার বর্ষায় জলজট কম হবে : ওয়াসার এমডি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৮ মার্চ ২০১৯

এবার বর্ষা মৌসুমে গতবারের চেয়ে জলজট কম হবে বলে হানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

তিনি বলেন, পানির পাইপলাইন পরিবর্তন, পাইলাইন পরিষ্কার ও সচল এবং স্ট্যান্ডবাই রাখাসহ বিভিন্ন উন্নয়নমূলক ব্যবস্থা নেয়ার ফলে নগরবাসীর জলজটের ভোগান্তি কম হবে।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, এবারের শুষ্ক মৌসুমেও পানির সংকট হবে না। ওয়াসার উদ্বৃত্ত মজুদ রয়েছে।

এ ছাড়া আসন্ন রমজানে পানির সরবরাহ স্বাভাবিক থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমইউ/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।