ইবোলা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ


প্রকাশিত: ০৭:০৩ এএম, ২০ অক্টোবর ২০১৪

ইবোলা ভাইরাস প্রতিরোধে বিদেশ থেকে আগতদের স্বাস্থ্য পরীক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। এর আগে গত ১৬ অক্টোবর বিদেশ থেকে আগত সকলের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে মেডিক্যাল টিম নিয়োজিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।