ইসির কমিশন সভা বুধবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯

পাঁচটি নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কমিশন বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বুধবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এটি ৫৬তম কমিশন বৈঠক। প্রধান নির্বাচন কমিশন (সিইসি) নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর ছাড়াও অন্যান্য কমিশনারদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ইসি উপসচিব (সংস্থাপন) মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি থেকে জানা যায়- বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ২০১৯ চূড়ান্তকরণ, নির্বাচনী প্রশিক্ষণের বাজেট সংক্রান্ত নীতিমালা, সংসদীয় সীমানা নির্ধাণ আইনের খসড়া চূড়ান্তকরণ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবেদন মুদ্রণ এবং নির্বাচন কমিশনের কার্যক্রমের ওপর একটি প্রতিবেদন তৈরি ছাড়াও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হবে।

এইচএস/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।