ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়ছে ১ মাস
ভোটার তালিকা হালনাগাদের সময় আরও এক মাস বাড়ছে। এজন্য সংশোধিত ভোটার তালিকা আইন অনুমোদনে দিয়েছে মন্ত্রিসভা।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে ‘ভোটার তালিকা (সংশোধন) আইন, ২০২০’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া প্রতি বছর ১ মার্চের পরিবর্তে ২ মার্চ ‘জাতীয় ভোটার দিবস’ পালনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম খসড়া আইন অনুমোদনের কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বর্তমান আইন অনুযায়ী কম্পিউটার ডাটাবেজে সংরক্ষিত সব ভোটার তালিকা প্রতি বছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে হালনাগাদ করার বিধান রয়েছে। সংশোধিত আইনে হালনাগাদের সময় ২ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত করা হয়েছে।’
সময় বাড়ানোর কারণ তুলে ধরে খন্দকার আনোয়ারুল বলেন, ‘এই স্বল্প সময়ের মধ্যে খসড়া হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে চূড়ান্ত করে ডাটাবেজে অন্তর্ভুক্ত করে সারা দেশের সিডি আকারে প্রস্তুত করা অনেক কষ্টসাধ্য। এ কারণে বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা বৃদ্ধি করা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘একই সঙ্গে ২ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে গ্রহণের জন্য নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা।’
মন্ত্রিপরিষদ বিভাগের এর আগের ঘোষণা অনুযায়ী গত বছর ১ মার্চ-ই প্রথম ‘জাতীয় ভোটার দিবস’ পালন করা হয়।
আরএমএম/এমএসএইচ/পিআর/এমএস