বাংলাদেশে অবস্থানরত মার্কিনিদের জন্য স্বাস্থ্য পরামর্শ

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০১:১২ পিএম, ২২ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের জন্য একটি গ্লোবাল স্তর-৪ স্বাস্থ্য পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময়ে যেসব মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরতে চান তাদের বিমান সংস্থাগুলোর সঙ্গে ফ্লাইটের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।

দেশটির পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু রয়েছে, যদিও বাংলাদেশ এবং বাইরে বিমানের ফ্লাইট কমানো হয়েছে। ভ্রমণকারীদের যাতায়াতের জন্য প্রয়োজন হতে পারে এমন মেডিকেল সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাতায়াত বিধিনিষেধের পাশাপাশি বাংলাদেশ সরকার ও বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়।

যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন তাদেরও প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট সম্পর্কে বাংলাদেশ সরকার এবং অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রসহ সকল কোভিড-১৯ আক্রান্ত দেশগুলোর সব দর্শনার্থীদের বাংলাদেশে আসার পরে ১৪ দিনের জন্য সঙ্গরোধ আবশ্যক বলে ঘোষণা করেছে।

নিজ নাগরিকদের উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস চিকিৎসা পরিষেবা সরবরাহ করে না। যদি কারও চিকিৎসা পরিষেবার প্রয়োজন হয় তবে চিকিৎসক এবং হাসপাতালের তালিকার জন্য আমেরিকান সিটিজেন সার্ভিসেস ওয়েবসাইটটি দেখার পরামর্শ দেয়া হয়েছে।

গত ১৪ মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মী এবং পরিবারের সদস্যরা বিশ্বের যে কোনো কূটনৈতিক বা কনস্যুলার পদ থেকে নিজ দেশে চলে যেতে পারবেন বলে ঘোষণা দেয়া হয়েছে।

জেপি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।