ঢাকার কোন জায়গায় কত করোনা রোগী
বিশ্বজুড়ে ব্যাপকহারে প্রাণহানি ঘটাচ্ছে করোনাভাইরাস (কোভিড-১৯)। ঢাকায় শনাক্ত হয়েছেন ৩৬ জন করোনা রোগী। আক্রান্তদের মধ্যে নারীর তুলানায় পুরুষের সংখ্যাই বেশি। এদের মধ্যে মিরপুরের ৯ জন। স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য পাওয়া গেছে।
জানা যায়, করোনা রোগীর মধ্যে রাজধানীর মিরপুরের মনিপুরে পাঁচজন, সেনপাড়ায় দুজন, মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকার একজন করে রোগী আছেন। বাসাবোয় চারজন, বাংলাবাজারে তিনজন, মোহাম্মদপুর, লালমাটিয়া, হাজারীবাগ, মগবাজার, উত্তরা ও উত্তরখানে দুজন করে রোগী আছেন। এছাড়া যাত্রাবাড়ী, আজিমপুর, কলাবাগান, রামপুরা, মহাখালী, বনানী-গুলশান, বারিধারা ও খিলক্ষেত এলাকায় একজন করে রোগী আছেন।
ঢাকার বাইরে দেশের ১০টি জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। ঢাকায় আক্রান্ত হয়েছেন ৩৬ জন। মাদারীপুর জেলায় ১০ জন, নারায়ণগঞ্জ জেলায় ৪ জন, গাইবান্ধা জেলায় ৪ জন। এছাড়া গাজীপুর, কুমিল্লা, কক্সবাজার, চুয়াডাঙ্গা ও রংপুর জেলায় একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন।
দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তিনি মাদারীপুরের বাসিন্দা। এরপর রোগী শনাক্ত হয় ঢাকা ও নারায়ণগঞ্জে।
এদিকে দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। আক্রান্তদের মধ্যে আরও দুজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এইচএস/এসআর/এমএস