বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১০ এপ্রিল ২০২০

আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক বর্তায় বলা হয়েছে, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। এজন্য ওই তারিখ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন জানান, সরকার ঘোষিত ছুটির সময় দেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে।

এদিকে, ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে ২৫ এপ্রিল পবিত্র রমজান শুরু হবে। সেই হিসেবে রমজান মাস পুরোটাই শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকে। ফলে রমজানের ছুটি বাতিল না করা হলে ঈদের ছুটির পর খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান।

এমএইচএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।