দেশব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করবে ‘ফিউচার অব বাংলাদেশ’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাস প্রাদুর্ভাবে দেশব্যাপী মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দিনমজুর ও শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতি নিয়েছে ‘ফিউচার অব বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার বেলা ১২টা থেকে তাদের এ কর্মসূচি শুরু হবে। সংগঠনের নিজস্ব স্বেচ্চাসেবকদের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে বলে জাগো নিউজকে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক শওকত আজিজ।

সংগঠনটির প্রধান কার্যালয় ঢাকার শান্তিনগরে গিয়ে দেখা যায়, স্বেচ্ছাসেবকরা চাল, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্যাকেট করছেন। মশারির মধ্যে বসে এসব সামগ্রী তারা প্যাকেট করছেন।

শওকত আজিজ বলেন, একদিকে করোনাভাইরাসের কারণে মানুষ আজ অসহায় বোধ করছে, তাদের জন্য আমরা ক্ষুদ্র আয়োজন করছি। পাশাপাশি এই সময়ে ডেঙ্গু মহামারি আকার ধারণ করে। আমরা যাদের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করব, তাদেরও এই ডেঙ্গু বিষয়ে সচেতন করা হবে। আমরা গণমাধ্যমের সংবাদে দেখেছি গত বছরের চেয়ে দ্বিগুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তারপর এই যে করেনাভাইরাস পরিস্থিতি। এই পরিস্থিতি সামাল দিতে হলে সচেতনতার বিকল্প নেই। আমরা সেটা করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, ফিউচার অব বাংলাদেশের উদ্যোগে সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফয়সাল সালামের (সাগর) সার্বিক তত্ত্বাবধানে মানুষের কাছে খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতি নিচ্ছি। কিছু আমরা মানুষের ঘরে পৌঁছে দেব। কিছু আমাদের কার্যালয়গুলো থেকে বিতরণ করা হবে। আমাদের অফিসগুলো থেকে যারা খাদ্য সামগ্রী নিতে আসবেন তাদের সামাজিক বা শারীরিক দূরত্ব যাতে বজায় থাকে সে ব্যবস্থার মাধ্যমেই আমরা খাদ্য সামগ্রী বিতরণ করব। আমি এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ বিন হাসান সার্বিক বিষয়টি দেখভাল করছি।

কেএইচ/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।