ঢামেক পুলিশ ক্যাম্পের বাচ্চু মিয়ার করোনা জয়
করোনাভাইরাস যুদ্ধজয়ী হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। টানা ১৩ দিন প্রাণঘাতী এ ভাইরাসের সঙ্গে লড়াইয়ের পর পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। এতে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার অনুমোদন দেন চিকিৎসকরা।
রোববার (১৭ মে) দুপুরের দিকে তাকে ঢামেক হাসপাতালের করোনা ইউনিট-১ থেকে ছাড়পত্র দেয়া হয়। তবে তাকে আরও ১৪ দিন বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাচ্চু মিয়া নিজেই এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, হাসপাতালে কর্মরত অবস্থায় করোনা উপসর্গ দেখা দেয় তার। এরপর এই হাসপাতালেই তার করোনাভাইরাস পরীক্ষা করলে গত ৪ মে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই তিনি ঢামেক হাসপাতালের করোনা ইউনিটের কেবিনে ভর্তি ছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার আরও দুবার পরীক্ষা করানো হয়। দুটি পরীক্ষাই করোনা নেগেটিভ আসে।
তিনি আরও জানান, করোনাজয়ী হলেও চিকিৎসকরা তাকে আরও ১৪ দিন বিশ্রামে থাকতে বলেছেন। অসুস্থ থাকা অবস্থায় চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ অন্যান্যরা খোঁজখবর নেয়ায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং তার জন্য দোয়া প্রার্থনা করেছেন তিনি।
এদিকে, দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৩২৮ জন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৭৩ জন, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ২৬৮ জনে। এছাড়া পুলিশ বাহিনীতে এখন পর্যন্ত ২ হাজার ৩৮২ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এফআর/এমএস