ঢাকা মেডিকেলের ইন্সপেক্টর বাচ্চু মিয়া করোনায় আক্রান্ত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচিত মুখ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ দেখা দেয়ায় শনিবার তিনি পরীক্ষা করান।
সোমবার সন্ধ্যায় আইইডিসিআর থেকে আসা কোরোনা টেস্টের রিপোর্টে তার পজিটিভ আসে। নিজের করোনা আক্রান্তের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
তিনি জানান, ২ মে ঢাকা মেডিকেল কলেজে ভাইরোলজি বিভাগে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করে। আজকে সন্ধ্যার পরে রিপোর্ট দিয়েছে, পজিটিভ এসেছে। তিনি তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
পুলিশ ক্যাম্পের একটি সূত্র জানান, দেশে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই ইন্সপেক্টর বাচ্চু মিয়া সার্বক্ষণিক হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। কখনো সে ছুটিতে কোথাও যায়নি।
এআর/এমআরএম