‘খেলনা অস্ত্র’ শিশুদের কী শেখাচ্ছে?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২৫ মে ২০২০

সবাই হতবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। ছোট ছোট শিশুদের হাতে ছোট-বড় অস্ত্র। হঠাৎ করেই ওরা একে অপরের দিকে অস্ত্র তাক করে সজোরে এই ধর, ফায়ার-ফায়ার বলে চিৎকার করে গুলি করতে উদ্যত হলো। মিনিট খানেক ধরে অস্ত্র হাতে ধাওয়া-পাল্টা ধাওয়া চলল। অবাক করা ব্যাপার হলো অদূরে কয়েকজন পুলিশ রাস্তায় বসে থাকলেও এগিয়ে আসছে না। এ পথ দিয়ে রিকশা দিয়ে যাওয়ার সময় একজন যাত্রীকে বলতে শোনা যায়, শিশুদের হাতে অস্ত্র, হোক না তা খেলনা, খেলনা অস্ত্র দিয়ে এ কেমন খেলা ওদের।

আজ ঈদের দিন দুপুরে রাজধানীর আজিমপুর পলাশী অভিমুখী রাস্তায় এমনই এক দৃশ্য চোখে পড়ে।

CHILD-2

ঈদের দিন এবং করোনাভাইরাস পরিস্থিতির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে লোকজন ও যানবাহনের উপস্থিতি খুবই কম। মাঝে মাঝে কিছু মোটরসাইকেল ব্যক্তিগত প্রাইভেট কার দ্রুত গতিতে ছুটে যেতে দেখা যায়। এমনই এক পরিস্থিতিতে আজিমপুর মোড়ের ওই রাস্তায় কতিপয় শিশুকে খেলনা অস্ত্র হাতে পথ চলতে দেখা যায়। হঠাৎ করে পথ চলতে গিয়ে শিশুদের হাতে অস্ত্র দেখে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। কয়েকটি শিশুর হাতে থাকা খেলনা অস্ত্র দেখতে সত্যিকারের অস্ত্র মনে হচ্ছিল।

শিশুরা জানায়, ওরা চকবাজার থেকে ঈদ উপলক্ষে এসব খেলনা অস্ত্র কিনেছে।

CHILD-2

রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, দুপুরে রাস্তায় মানুষের উপস্থিতি ছিল খুবই কম। একদিকে করোনা ভাইরাস সংক্রমণের ভয় অন্যদিকে গরমের কারণে অনেকে ঘরের বাইরে বের হননি। তবে কিছুসংখ্যক ছোট শিশুদের নতুন পোশাক পরে সাজগোজ করে রাস্তায় হাটাহাটি করতে এবং রিকশায় ঘুরতে দেখা গেছে। তবে অন্যান্য বছরের তুলনায় সে সংখ্যা ছিল খুবই কম।

এমইউ/এমএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।