‘১১ মাসে প্রবাসী আয় গত অর্থবছরের ১২ মাসের সমান’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বর্তমান অর্থবছরে প্রথম ১১ মাসের প্রবাসী আয় গত অর্থবছরের ১২ মাসের সমান।’
বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টেটাস দিয়ে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান অর্থবছরে প্রথম ১১ মাসে প্রবাসী আয় গত অর্থবছরের ১২ মাসের সমান। তার মানে জুন মাসে যাই আসুক চলতি অর্থবছর রেমিট্যান্স থেকে আয় গতবছরকে ছাড়িয়ে গেছে। এরকম দুর্যোগপূর্ণ সময়ে প্রবাসীদের এ অবদানের কথা বলে শেষ করা যাবে না। জাতি হিসেবে আমরা কৃতজ্ঞ তাদের কাছে।
আগামী কঠিন সময়ে প্রবাসী এবং তাদের পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সকলে মিলে কাজ করে যাচ্ছি প্রবাসী ভাইবোনদের কষ্ট লাঘব এবং সামনের দিনের জন্য তাদের প্রস্তুত রাখতে।’
এইচএস/এএইচ/পিআর