করোনায় চলে গেলেন সাংবাদিক বন্ধু ডা. নুরুল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:০১ পিএম, ১৭ জুন ২০২০

নগরীর মেট্টোপলিটন হাসপাতালের চিকিৎসক নুরুল হক। গত ১৯ বছর ধরে চট্টগ্রামের সাংবাদিকদের পরম বন্ধু হয়ে সবসময় পাশে ছিলেন। মহামারি করোনায় চলে গেলেন তিনিও।

বুধবার (১৭জুন) ভোরে নিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. নুরুল হক (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহে রাজিউন)।

৪৪ বছর বয়সী এই চিকিৎসকের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গত ১৯ বছর ধরে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতালের নির্বাহী পরিচালক ফজলে আকবর বলেন, ‘ডা. নুরুল হক বেশ কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ হাসপাতালের আইসিইউতে ছিলেন। আমাদের চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চিরবিদায় নিয়েছেন। আজ ভোর ৬টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।’

জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।