দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসা সামগ্রী আনছে বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৭ জুন ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসা সামগ্রী আনছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার পথে রওনা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিমান বাহিনীর ১৫ জন এয়ার ক্রু বঙ্গবন্ধু বিমান বাহিনী ঘাঁটি থেকে ঢাকা ত্যাগ করেছেন। আগামীকাল বৃহস্পতিবার বিমানটির দেশে ফেরার কথা রয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, এই মিশনের দলনেতা বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর সৈয়দ সাইদুর রহমান। মিশন সুসম্পন্ন করার জন্য বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বাংলাদেশ সরকারের প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখার উদ্যোগে ও দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় কিছু বেসরকারি প্রতিষ্ঠান হতে করোনা শনাক্তের কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) অন্যান্য চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে। এসব চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে বিমান দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে।

উল্লেখ্য, সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকুয়েশন সহায়তা প্রদান করছে।

করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ কোরিয়া সরকারের প্রশংসনীয় উদ্যোগ এবং বৈশ্বিক প্রাদুর্ভাব রোধে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অকৃত্রিম সহায়তার জন্য বন্ধুত্বের নিদর্শন স্বরূপ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু শুভেচ্ছা সামগ্রী বিমান বাহিনীর উক্ত পরিবহন বিমানের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় প্রেরণ করা হয়।

জেপি/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।