করোনায় আক্রান্ত আরও এক এমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৮ এএম, ২৬ জুন ২০২০

চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে তিনি করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হন। বর্তমানে তিনি ঢাকার ন্যাম ভবনে অবস্থান করছেন এবং চিকিৎসা নিচ্ছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

এর আগে আরো ১৬ জন এমপি মন্ত্রী করোনায় আক্রান্ত হন।

সংসদ সদস্য জেসি জানান, চলমান বাজেট অধিবেশন উপলক্ষে সংসদের মেডিকেল সেন্টার তার নমুনা নেয়। তিনি ছাড়াও আরও ৯০ জন এমপির নমুনা নেওয়া হয়। বৃহস্পতিবার তার রেজাল্ট পজিটিভ আসে।

এইচএস/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।