শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে করোনা রোগী ভর্তি শুরু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৭ পিএম, ২৭ জুন ২০২০

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৭ জুন) রাত থেকে ইনস্টিটিউটের অষ্টম ও নবম তলায় দুটি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত পাঁচজন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। ধীরে ধীরে আরও ভর্তি করানো হবে। করোনা রোগীদের চিকিৎসা দিতে আমাদের চিকিৎসক, নার্সসহ স্টাফরা প্রস্তুত আছেন।

মূলত ঢাকা মেডিকেলের অধীনেই করোনা রোগীদের ভর্তি করে চিকিৎসা দেয়া হবে। ওয়ার্ড ও কেবিনসহ আনুমানিক ১০০ কোভিড-১৯ রোগীকে প্রথম পর্যায়ে ভর্তি করে চিকিৎসা দেয়া হবে বলে জানান তিনি।

এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।