১২-৩০ হাজার টাকা বেতনে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ৩০ জুন ২০২০
ফাইল ছবি

স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ৮৮৯ জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অধিদফতর।

মোট ৮৮৯টি পদের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) ৪৯৭ জন, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) ১১৫ জন, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) ১১১ জন, মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি) ১১৩ জন এবং মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওথেরাপি) ৫৩ জনকে নিয়োগ দেয়া হবে।

সরকারি বেতন স্কেলের ১১তম গ্রেড ১২,৫০০-৩০,২৩০ টাকায় এ নিয়োগ প্রদান করা হবে। আগ্রহীদেরকে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ আগামী ৫ জুলাই থেকে শুরু হবে। ২০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।

এমইউ/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।