তারুণ্য ও স্বেচ্ছাসেবার ভূমিকা শীর্ষক লাইভ আলোচনা বৃহস্পতিবার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ০৫ আগস্ট ২০২০

কোভিড-১৯ পরবর্তী আর্থসামাজিক পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য দেশের তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবকরা কতটুকু ভূমিকা রাখতে পারবে, সে নিয়ে আলোচনার আয়োজন করেছে ইউএন ভলান্টিয়ার্স বাংলাদেশ ও অপরাজেয় বাংলা।

বৃহস্পতিবার রাত ৮টায় লাইভ সেশনের মধ্য দিয়ে এ আলোচনা পরিচালিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক অ্যান্ড প্রাইভেট পার্টনারশিপ- পিপিপি বিষয়ক সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মো. আখতার হোসেন, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ইউএনভি বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতার উদ্দিন আলোচনায় অংশ নেবেন। মাঠপর্যায়ে কাজ করছেন এমন স্বেচ্ছাসেবীরাও এতে কথা বলবেন।

jagonews24

লাইভ আলোচনার সঞ্চালনার দায়িত্বে থাকবেন অপরাজেয় বাংলার সম্পাদক মাহমুদ মেনন।

কোভিড-১৯ মহামারি বাংলাদেশের উন্নয়নের সামনে যে বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে এসেছে, আর্থসামাজিক পরিস্থিতির ওপর যে প্রভাব ফেলেছে, তা থেকে উত্তরণের পথ কী হতে পারে; দেশের তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবকরা কতটা কার্যকরভাবে ভূমিকা রাখতে পারে- সে বিষয়গুলো তুলে ধরবেন আলোচকরা। দেশে স্বেচ্ছাসেবার উন্নয়ন ও তরুণদের স্বেচ্ছাসেবায় আরও বেশি উদ্বুদ্ধ করে তোলার লক্ষ্যে করণীয় কী— তাও উঠে আসবে আলোচনায়।

লাইভ আলোচনা একযোগে সম্প্রচারিত হবে ইউএন ভলান্টিয়ার্স বাংলাদেশ ও অপরাজেয় বাংলার ফেসবুক পেজে। এছাড়া আলোচনাটি লাইভ ব্রডকাস্ট করবে কর্মসূচির মিডিয়া পার্টনার বার্তা২৪।

এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।