সবচেয়ে বেশি করোনা রোগী ঢাকা বিভাগে
দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়। গতকাল সোমবার পর্যন্ত দেশের আট বিভাগে মোট ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন করোনা রোগী শনাক্ত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সংক্ষিপ্ত প্রতিবেদন (বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু) অনুযায়ী, দেশের আট বিভাগের মধ্যে সোমবার পর্যন্ত ঢাকা বিভাগে ৬৪ দশমিক ৭ শতাংশ করোনা রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৪ দশমিক ৪ শতাংশ, রাজশাহী বিভাগে ৫ দশমিক ৫, খুলনা বিভাগে ৭ দশমিক ১, সিলেট বিভাগে ৩ দশমিক ২, রংপুর বিভাগে ২ দশমিক ৭, বরিশাল বিভাগে ২ দশমিক ৫ এবং ময়মনসিংহ বিভাগে ১ দশমিক ৯ শতাংশ রোগী শনাক্ত হয়।
এদিকে করোনাভাইরাস বিষয়ে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন আরও ৩৩ জন। ফলে করোনায় মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৪৭১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯৯৬ জনের মধ্যে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৬৩ হাজার ৫০৩।
এমইউ/এমএসএইচ/এমএস