তথ্য ক্যাডারের তানিয়া সপরিবারে করোনায় আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৮ আগস্ট ২০২০

বিসিএস (তথ্য) ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা তানিয়া খান সপরিবারে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

তিনি বর্তমানে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের উপ-পরিচালক পদে কর্মরত রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা মো. নুরুল আবছার।

শনিবার (১৫ আগস্ট) নমুনা দেন তানিয়া খান। আজ মঙ্গলবার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন এই তথ্য কর্মকর্তা।

এইচএস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।