স্বাস্থ্যকর্মীদের মাস্ক দিলেন ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২০ আগস্ট ২০২০

‘সবাই মিলে সবার ঢাকা’ কর্মসূচির আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন স্বাস্থ্যকর্মীর জন্য উন্নতমানের মাস্ক প্রদান করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উত্তরায় বাংলাদেশ ক্লাবে ডিএনসিসির বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক প্রদান করেন তিনি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে নগরবাসীকে নিরবচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রাখায় সবাইকে ধন্যবাদ জানাই।

তিনি ডিএনসিসির নগর মাতৃসদন এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রমের বিষয়ে নগরবাসীর মাঝে প্রচারণা চালাতে নির্দেশ দেন। যাতে আরও অধিকসংখ্যক নগরবাসী এ সেবার আওতায় আসতে পারে। মেয়র এ সব স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার জন্য সব ধরনের সহযোগিতা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় স্বাস্থ্যকেন্দ্রের প্রজেক্ট ম্যানেজাররা তাদের সংস্থার কার্যক্রম তুলে ধরেন। ‘সবাই মিলে সবার ঢাকা’ কর্মসূচির মাধ্যমে সুরক্ষাসামগ্রী প্রদানের জন্য তারা মেয়রকে কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, নারী মৈত্রী-১, নারী মৈত্রী-২, ঢাকা আহছানিয়া মিশন, বাপসা, ইউটিপিএস, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার, সূর্যের হাসি নেটওয়ার্ক প্রজেক্টের ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

এএস/এফআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।