রাজধানীতে বিটিসিএলের ৯ হাজার ফোন বিকল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ৩০ আগস্ট ২০২০

রাজধানীর শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের প্রায় ৯ হাজার টেলিফোন বিকল হয়ে পড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। কারিগরি ত্রুটির কারণে এসব টেলিফোন বিকল হয়েছে বলে জানানো হয়।

রোববার (৩০ আগস্ট) বিটিসিএলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেল থেকে শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের ৯১১, ৯১২, ৯১৩ ও ৯১৪ সিরিজের প্রায় নয় হাজার টেলিফোন অকেজো হওয়ার পর ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন।

টেলিফোন অকেজো থাকায় গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে বিটিসিএল কর্তৃপক্ষ।

এইচএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।