২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই সিলেটে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের আটটি বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪১২ জন। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ৪৫৪ জন (৭৮ দশমিক ২৯ শতাংশ) এবং নারী ৯৫৮ জন (২১ দশমিক ৭১ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের সব বিভাগে মৃত্যুর খবর পাওয়া গেলেও শুধু সিলেট বিভাগে কোনো করোনা রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

অন্যান্য বিভাগের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে দুইজন, রাজশাহীতে দুইজন, খুলনায় দুইজন, বরিশালে তিনজন, রংপুরে দুইজন এবং ময়মনসিংহে দুইজন জন মারা যান করোনাভাইরাসে।

মোট বিভাগীয় মৃত্যুর পরিসংখ্যান অনুসারে, সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ঢাকা বিভাগে-দুই হাজার ১৩৪ জন (৪৮ দশমিক ৩৭ শতাংশ)। এছাড়া চট্টগ্রামে ৯৫২ জন (২১ দশমিক ৫৮ শতাংশ), রাজশাহীতে ২৯৫ জন (৬ দশমিক ৬৯ শতাংশ), খুলনায় ৩৬৫ জন (৮ দশমিক ২৭ শতাংশ), বরিশালে ১৭২ জন (৩ দশমিক ৯০ শতাংশ), সিলেটে ১৯৭ জন (৪ দশমিক ৪৭ শতাংশ), রংপুরে ২০২ জন (৪ দশমিক ৫৮ শতাংশ) এবং সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে মাত্র ৯৫ জন (২ দশমিক ১৫ শতাংশ) মারা গেছেন এই ভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় মৃত ২৯ জনের মধ্যে পুুরুষ ২২ জন ও নারী সাতজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৪১২ জনে।

করোনায় আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৯২৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর দাঁড়াল তিন লাখ ২১ হাজার ৬১৫ জনে।

নতুন করে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২১১ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন দুই লাখ ১৬ হাজার ১৯১ জন।

এমইউ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।