সিরাজসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের শেখ সিরাজুল হক মাস্টার, আব্দুল লতিফ তালুকদার ও খান আকরাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে আসামি খান আকরাম ও লতিফ তালুকদারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মীর সরোয়ার হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সাইয়েদুল হক সুমন উপস্থিত ছিলেন। আর সিরাজ মাস্টারের পক্ষে আইনজীবী ছিলেন আবুল হাসান।
এর আগে গত ২০ অক্টোবর অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়। গত ১৫ সেপ্টেম্বর এ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-১।
মানবতাবিরোধী অপরাধে সিরাজ মাস্টারের বিরুদ্ধে ছয়টি এবং আব্দুল লতিফ ও খান আকরামের বিরুদ্ধে ৪টি করে অভিযোগ আনা হয়েছে।