কাতার যেতে বাংলাদেশিদের যা করতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০

কাতারে প্রবেশের জন্য দেশটির সরকার কিছু বিধিনিষেধ আরোপ করেছে। তাই কাতারে ভ্রমণের আগে কিছু বিষয় নিশ্চিত করে টিকিট কাটতে এবং বিমানবন্দরে যাওয়ার অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কাতারের প্রবেশাধিকার পাওয়া গৃহকর্মী, কোম্পানির স্পন্সর করা শ্রমিক-কর্মচারীদের উদ্দেশে বিমান জানায়, কাতারে যাওয়া প্রত্যেক যাত্রীর ‘এক্সেপশনাল এন্ট্রি পারমিট’ থাকতে হবে। এছাড়া কাতার যাত্রীদের সবাইকে যেকোনো একটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাই যাত্রীকে অন্তত ৭ দিনের আগাম হোটেল বুকিং বাংলাদেশ থেকেই দিয়ে যেতে হবে।

কাতারে রওনার আগে সবাইকে ঢাকা থেকেই ‘হেলথ অ্যাসেসমেন্ট ফরম’ পূরণ করতে হবে। এটি নির্ধারিত লিংক থেকে নিয়ে প্রিন্ট করে হাতে পূরণ করে বিমানবন্দরে যেতে হবে।

যাত্রীদের যাত্রার ৪৮ ঘণ্টা আগে করোনাভাইরাস পরীক্ষা করে ‘করোনা নেগেটিভ’ সনদ সঙ্গে রাখতে হবে। কাতারে পৌঁছে যাত্রীদের নিজ খরচে আবার করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে।

কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী সব যাত্রীর স্মার্টফোনে ‘EHTERAZ’ অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে। এই অ্যাপে কাতারের সর্বশেষ করোনা পরিস্থিতির আপডেট দেয়া হয়। কাতার যাত্রীদের ফ্লাইটের নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে বলেছে বিমান।

এআর/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।