সশস্ত্র বাহিনীতে করোনায় আক্রান্ত ১১৯৭৮, মৃত্যু ১৫৮ জনের
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১১ হাজার ৯৭৮ জন (সদস্য/পরিবারবর্গ) আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১১ হাজার ১৯৪ জন। আর মারা গেছেন ১৫৮ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর।
এতে বলা হয়, আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও পরিবারবর্গের মধ্যে ১১ হাজার ১৯৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে/আবাসস্থলে প্রত্যাবর্তন করেছেন। বর্তমানে ৬২৬ জন সদস্য বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ পর্যন্ত মৃতদের মধ্যে ১৫ জন কর্মরত, ১২৮ জন অবসরপ্রাপ্ত সামরিক সদস্য এবং ১৫ জন কর্মরত অসামরিক সদস্য রয়েছেন।
গত ১২ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর ৬৪৭ জন সদস্য ও তাদের পরিবারবর্গ কোভিড-১৯ রোগে আক্রান্ত হন। এই সময়ে একজন কর্মরত সেনাসদস্য, দুইজন কর্মরত অসামরিক সদস্য এবং সাতজন (৬৫ বছরের ঊর্ধ্বে) অবসরপ্রাপ্ত সদস্যসহ মোট ১০ জন সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।
এমইউ/এসআর/এমএস