২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই তিন বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২০

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে মারা গেছেন ২৬ জন। তাদের মধ্যে পুরুষ ২২ ও মহিলা চারজন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল চার হাজার ৯৩৯ জন।

দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল, সিলেট ও ময়মনসিংহে করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

অন্যান্য পাঁচ বিভাগের মধ্যে ঢাকায় ১৯, চট্টগ্রামে চার, রাজশাহীতে এক, খুলনায় এক এবং রংপুর বিভাগে এক জন মারা গেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

এ পর্যন্ত মোট মারা যাওয়া চার হাজার ৯৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ দুই হাজার ৪২৩ (৪৯ দশমিক ০৬ শতাংশ), চট্টগ্রামে এক হাজার ২৬ (২০ দশমিক ৭৭ শতাংশ), রাজশাহীতে ৩৩০ (৬ দশমিক ৬৮ শতাংশ), খুলনায় ৪১৬ (৮ দশমিক ৪২ শতাংশ), বরিশালে ১৮৪ (৩ দশমিক ৭৩ শতাংশ), সিলেটে ২২১ (৪ দশমিক ৪৭ শতাংশ), রংপুরে ২৩২ (৪ দশমিক ৭০ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১০৭ জন (২ দশমিক ১৭ শতাংশ) রয়েছেন ।

উল্লেখ্য, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১০ হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯১টি। একই সময়ে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৪৪ জন।

ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪৮ হাজার ৯১৬ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২১ হাজার ২৭০টি।

এমইউ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।