করোনা আক্রান্ত ইঞ্জিনিয়ার মোশাররফ ঢাকার পথে
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মিরসরাই আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন।
প্রধানমন্ত্রীর দফতরের অনুরোধে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তির জন্য ঢাকায় নেয়া হচ্ছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় তিনি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস মো. নূর খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুরোধে স্যারকে ঢাকার সিএমএইচে ভর্তির জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
নূর খান আরও বলেন, ‘বুধবার সকাল থেকে স্যারের শরীর ব্যথা ছিল। বিকেলের দিকে জ্বর আসে। তবে জ্বর একশ’র বেশি ছিল না। বৃহস্পতিবার সকালে বিআইটিআইডি ল্যাব থেকে এসে নমুনা সংগ্রহ করা হয়। রাতে আমাদের জানানো হয়েছে তিনি করোনা পজিটিভ। এ খবরে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’
শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত সাড়ে ৮টা) তিনি ঢাকার পথে ছিলেন।
এসআর/পিআর