করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা ২৩ লাখ ছাড়াল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২৯ অক্টোবর ২০২০

দেশে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা ২৩ লাখ ছাড়াল। করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১২টি পরীক্ষাগারে ১৪ হাজার ৪৮ নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ২৬৮টি পরীক্ষা করা হয়।

এ নিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পর্যন্ত করোনার নমুনা পরীক্ষার মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ১০ হাজার ৫৮৯।

চীনে করোনা রোগী শনাক্তের পর দেশে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) রোগী শনাক্তে নমুনা পরীক্ষা শুরু করে। গত মার্চে দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর সংক্রমণ ছড়িয়ে পড়লে সরকারি ও বেসরকারি পর্যায়ে ১১২ করোনা শনাক্তকরণ ল্যাব চালু হয়।

এছাড়া গত ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়। করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ ও নারী ৯। তাদের মধ্যে হাসপাতালে ২৪ ও বাড়িতে একজন মারা গেছেন।

দেশে ২৯ অক্টোবর পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৮৬ জন।

এমইউ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।