২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই তিন বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১৩ নভেম্বর ২০২০
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৩ ও নারী ৬ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ছয় হাজার ১৫৯ জন।

মৃত ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে একজন, বরিশালে একজন এবং রংপুর বিভাগে তিনজন মারা যান। অবশিষ্ট তিনটি বিভাগে (চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ) গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগী মারা যাননি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ১৩ হাজার ৯৬৭টি এবং নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৩৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ১৫ হাজার ৩৩৯টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৭৫ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। শুক্রবার (১৩ নভেম্বর) পর্যন্ত করোনায় মোট মৃত ছয় হাজার ১৫৯ জন।

এমইউ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।