মৃত্যু বেড়েছে, শনাক্ত সুস্থও বেড়েছে
দেশে প্রতি ১০ লাখ জনসংখ্যায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়েছে। এছাড়াও বেড়েছে করোনায় মৃত্যু ও সুস্থের সংখ্যা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি ৩ লাখ ৬ হাজার ৪৬৮। দেশের মোট জনসংখ্যার ভিত্তিতে মহামারি করোনাভাইরাসে প্রতি ১০ লাখে ২ হাজার ৫৬৪ দশমিক ১১ জনের করোনায় আক্রান্ত, ২ হাজার ৭২ দশমিক ১১ জন করোনা রোগী সুস্থ এবং ৩৬ দশমিক ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে দেয়া পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬০২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯৯০টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৫ লাখ ৭২ হাজার ৯৫২টি।
এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২১২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জনে।
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন।
এছাড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৯ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৯ জন নারী। ৩৯ জনের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২৫৪ জনে।
এমইউ/এফআর/পিআর