হরতালের বিকল্প কর্মসূচির দাবিতে স্মারকলিপি
শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী হরতালের বিকল্প কর্মসূচির দাবিতে সব রাজনৈতিক দলগুলোর কাছে ১৫ নভেম্বর থেকে মাসব্যাপী স্মারকলিপি প্রদানের কর্মসূচি দিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষাব্যবস্থার অচলাবস্থা দূর করতে সব রাজনৈতিক দলকে এ স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেয় ফোরামটি।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, আপনারা হরতাল কর্মসূচি প্রত্যাহার করুন। এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য আমরা স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করছি।
এছাড়া শিক্ষাব্যবস্থার অচলাবস্থা দূর করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানানো হয় ফোরামের পক্ষ থেকে।