বাংলাদেশের বিষয়ে নাক গলাতে পাকিস্তানকে বারণ


প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৬ নভেম্বর ২০১৪

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানকে নাক গলাতে বারণ করে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার আহমেদ হুসাইন দায়ুর কাছে একটি চিঠি দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের সমালোচনার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত এই হাইকমিশনারকে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ চিঠি দেয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইসলামাবাদের কাছে পাঠানো কূটনৈতিক চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারের সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরা হয়। এ বিচারের ব্যাপারে যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিফেন জে র‌্যাপ ও ইউরোপীয় পার্লামেন্টের প্রশংসার বিষয়টি উল্লেখ করা হয়।

চৌধুরী নিসার আলী খানের দেওয়া বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত ও অসংগতিপূর্ণ আখ্যায়িত করে মো. মিজানুর রহমান বলেছেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। মানবতাবিরোধীদের বিচার বাংলাদেশে ব্যাপক জনসমর্থন লাভের পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি অবসানের জন্য ব্যাপক আন্তর্জাতিক সমর্থন আদায় করছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জামায়াতের নেতা নিজামীকে মৃত্যুদণ্ড রায়ের খবরে ১ নভেম্বর এক বিবৃতিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী গভীরভাবে শোকাহত হওয়ার কথা জানান। একাত্তরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী বলেন, বিয়োগান্ত ওইসব ঘটনার প্রায় ৪৫ বছর পর মনে হচ্ছে বাংলাদেশ অতীত আঁকড়ে থাকতে চায় এবং সময়ের বিচারে প্রমাণিত ‘ক্ষমা ও ভুলে যাওয়ার’ মহৎ গুণকে পুরোপুরি অবজ্ঞা করছে। বাংলাদেশ সরকার জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করছে।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়। এ সময় আহমেদ হুসাইন দায়ুকে একটি কূটনৈতিক চিঠি দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।