করোনাভাইরাস: সুস্থতার হার ৮১ দশমিক ৩৮ শতাংশ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে ২ হাজার ২৭৪ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭১ হাজার ৪৫৩ জনে। মোট নমুনা পরীক্ষা ও শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮১ দশমিক ৩৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৪৯৪টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৭ লাখ ১৩ হাজার ২০২টি।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৯২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জনে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ২ হাজার ২৭৪ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৬৭৫, চট্টগ্রাম বিভাগে ৩৮৩, রংপুর বিভাগে ৪৯, খুলনা বিভাগে ৩৫, বরিশাল বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ৪৪, সিলেট বিভাগে ৫৬ এবং ময়মনসিংহ বিভাগে ৭ জন রয়েছেন।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এমইউ/এসএস/এমকেএইচ