হাজী সেলিমের স্ত্রীর মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৪৮ এএম, ৩০ নভেম্বর ২০২০

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজী মো. সেলিমের স্ত্রী ও মদিনা গ্রুপের চেয়ারম্যান গুলশান আরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

রোববার (২৯ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপতালে তার মৃত্যু হয়। হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন বিল্লাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ৷

২০১৬ সাল থেকে কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন গুলশান আরা বেগম৷ মৃত্যুকালে গুলশান আরার বয়স হয়েছিল ৫০ বছর।

তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন। গত আগস্ট থেকে ল্যাবএইডে চিকিৎসাধীন ছিলেন গুলশান আরা৷

সোমবার (৩০ নভেম্বর) বাদ আসর চকবাজার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।