আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ
শ্রমিক ছাটাইকে কেন্দ্র করে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। কবিরপুর এলাকায় শনিবার সকালে হ্যাসং সোয়োটার কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে কারখানা ও বাস ভাঙচুর করে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চাকরি পুনর্বহলের দাবিতে হ্যাসং সোয়োটার কারখানার ২১৬ জন শ্রমিক নবীনগর- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের পাশে পলমল গ্রুপের পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। এ সময় ওই কারখানার শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্য করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।