আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ০৮ নভেম্বর ২০১৪

শ্রমিক ছাটাইকে কেন্দ্র করে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।  কবিরপুর এলাকায় শনিবার সকালে হ্যাসং সোয়োটার কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে কারখানা ও বাস ভাঙচুর করে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চাকরি পুনর্বহলের দাবিতে হ্যাসং সোয়োটার কারখানার ২১৬ জন শ্রমিক নবীনগর- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের পাশে পলমল গ্রুপের পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। এ সময় ওই কারখানার শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্য করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।