সন্দ্বীপে বিপুল ভোটে নৌকার প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভায় বিএনপি প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোক্তাদের মাওলা সেলিম।

শনিবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোক্তাদের মাওলা সেলিম পেয়েছেন নৌকা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৭৩৭ ভোট। বিপরীতে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন শুধুমাত্র ৬২৭ টি।

এর আগে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে বিকেল ৪টায় সন্দ্বীপ পৌরসভায় ভোট গ্রহণ সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কেন্দ্র বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের বাইরে কয়েকটি ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে কিছুটা আতঙ্কের সৃষ্টি হলেও পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।

সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও দু-একটি ভোট কেন্দ্র ছাড়া বাকি ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম। দুপুরের পরে অধিকাংশ ভোট কেন্দ্রগুলো ফাঁকা দেখা যায়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ পৌরসভায় নয়টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্রের ১০০টি ভোটকক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার মোট ভোটার সংখ্যা ছিল ৩৩ হাজার ২৬ জন। নির্বাচনে মোট ভোট পড়ে ১৮ হাজার ৬২৬টি। এর মধ্যে বাতিল হয় ১৯৯টি ভোট।

আবু আজাদ/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।