চট্টগ্রামে নৌকার প্রচার মিছিলে ককটেল হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২১ জানুয়ারি ২০২১

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে যুবলীগের প্রচার মিছিলে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জাগো নিউজকে বলেন, যুবলীগের মিছিলে ককটেল হামলার বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

jagonews24

এদিকে ককটেল হামলার প্রতিবাদে নগরের কুলগাঁও বালুচড়া এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছে বিক্ষুব্ধরা নেতাকর্মীরা।

নগর যুবলীগের সদস্য শাখাওয়াত হোসেন স্বপন জানান, রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে যুবলীগের একটি মিছিল ষোলশহর থেকে শুরু হয়। মিছিলটি ফরেস্ট গেইট এলাকায় আসলে দুর্বৃত্তরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

আবু আজাদ/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।