অপপ্রচারে কান না দিয়ে টিকা নিতে বললেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সকালে করোনার টিকা নেন

করোনাভাইরাসের টিকা নিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। রোববার সকালে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি টিকা গ্রহণ করেন।

টিকা গ্রহণ শেষে কৃষিমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের জানান, সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বোধ করছেন না।

এ সময় সবাইকে নির্ভয়ে টিকা গ্রহণের আহ্বান জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘সবাইকে করোনার টিকা নেয়া উচিত। কোনো ধরনের অপপ্রচারে কান না দিয়ে টিকা নিন।’

jagonews24

ঢাকা মেডিকেলে টিকা নিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম

এছাড়া রোববার সকালে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন।

আজ সকাল সাড়ে ৮টা থেকে সচিবালয় ক্লিনিকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়। প্রথম দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২০০ জনকে টিকা দেয়া হবে। সকালে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানকে দেয়ার মাধ্যমে টিকাদান কার্যক্রম শুরু হয়। দুটি বুথে টিকা কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

টিকা নিতে ইতোমধ্যে তিন লাখ ২৮ হাজার জন নিবন্ধন করেছেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নেয়ার পর অন্যরা পর্যায়ক্রমে টিকা পাবেন। তবে প্রথম ধাপে ১৫ ক্যাটাগরির মানুষ টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

এনএইচ/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।