চমেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হাসান (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। মারা যাওয়া হাসানের বাড়ি হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।
তিনি জাগো নিউজকে বলেন, ‘রাঙ্গুনিয়া থানার একটি মাদক মামলায় কারাগারে ছিলেন হাসান। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।’
আবু আজাদ/এআরএ