এক সপ্তাহে করোনায় মৃত্যু কমেছে ২৪ শতাংশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

গত এক সপ্তাহে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু প্রায় ২৪ শতাংশ কমেছে। একই সময়ে সুস্থতা বেড়েছে ২৬ শতাংশেরও বেশি। বছরের সপ্তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহের (১৪ থেকে ২০ ফেব্রুয়ারি) তুলনায় অষ্টম সপ্তাহের (২১ থেকে ২৭ ফেব্রুয়ারি) তথ্যে এ চিত্র উঠে এসেছে।

শনিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সপ্তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে দেখা গেছে, ৯৮ হাজার ৪২১টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ৭৫৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়। একই সময়ে চার হাজার ১২৫ জন সুস্থ এবং ৭৬ জনের মৃত্যু হয়।

এদিকে, অষ্টম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে ৯৬ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ৮০৭ জন নতুন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। একই সময়ে পাঁচ হাজার ১২৫ জন সুস্থ এবং ৫৮ জনের মৃত্যু হয়।

এক দিনের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) মৃতের সংখ্যা ছিল ১১ জন। নতুন পাঁচজনসহ এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪০০ জনে।

গত ২৪ ঘণ্টায় (শুক্র থেকে শনিবার) ২১৪টি ল্যাবরেটরিতে ১২ হাজার ১৮৯টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৩৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪০ লাখ ৩০ হাজার ৬১৬টি।

এই সময়ের মধ্যে করোনাভাইরাসে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন আরও ৪০৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৮৩১ জন।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ-বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০৯ জন। এ পর্যন্ত এই ভাইরাস থেকে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ১০৭ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এতে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৪০০ জনের। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৩৫৩ জন (৭৫ দশমিক ৬৩ শতাংশ) ও নারী ২ হাজার ৪৭ জন (২৪ শূন্য ৩৭ শতাংশ)।

এমইউ/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।