কারারক্ষী নিয়োগে চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ০১ মার্চ ২০২১
ফাইল ছবি

৫০৫ জনকে নির্বাচিত করে কারারক্ষী ও নারী কারারক্ষী পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ ৫০৫ জনের মধ্যে ৪৯১ জন পুরুষ ও ১৪ জন নারী। রোববার (২৮ ফেব্রুয়ারি) এ ফল প্রকাশ করা হয়।

কারারক্ষী ও মহিলা কারারক্ষী নির্বাচন কমিটির সভাপতি ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন চূড়ান্ত তালিকায় স্বাক্ষর করেন।

গত ২২ ফেব্রুয়ারি নিয়োগ কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার পর ৫০৫ জনকে নিয়োগের বিষয়ে চূড়ান্ত সুপারিশ দেয়। এরই ধারাবাহিকতায় রোববার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হলো।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তীর্ণদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।

উত্তীর্ণ হলেন যারা

টিটি/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।