চট্টগ্রামে আরও দুই মৃত্যু, শনাক্ত ২৮৭
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৮৭ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৩৮৮ এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ২৮৩ জনে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১১৫ নমুনা পরীক্ষায় ২৮৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২৬৭ জন এবং উপজেলার ২০ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৮ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭ জন ও ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ৬৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
এছাড়া শেভরন হাসপাতাল ল্যাবে ৬৪ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে একজনের, আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ১৬ জন এবং জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে ৩৮ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
বিএ/এমকেএইচ