হোটেল-রেস্তোরাঁ খোলা, তবে বসে খাওয়া যাবে না
সোমবার (৫ এপ্রিল) থেকে সাতদিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময়ে হোটেল-রেস্তোরাঁ খোলা থাকবে, পার্সেল করতে পারবে। তবে হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না।
আগামী ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত লকডাউন ঘোষণা করে রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে এই সময়ে প্রতিপালনের জন্য ১১টি নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ (পার্সেল) করা যাবে। কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না।
আরএমএম/বিএ/জিকেএস