চট্টগ্রামে হেফাজতের আরও ৩ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:০৮ পিএম, ১২ এপ্রিল ২০২১

চট্টগ্রামের পটিয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১১ এপ্রিল) দিবাগত রাতে পটিয়ার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন- আবু তালেব (৫৫), ফোরকান উদ্দিন সোহেল (৩০) ও মোহাম্মদ সাইফুল্লাহ (৩০)।

বিষয়টি নিশ্চিত করে সোমবার পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জাগো নিউজকে বলেন, গত ২৬ মার্চের ঘটনায় পটিয়া থানায় হওয়া মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজ (সোমবার) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে গত কয়েক দিনে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ও সহ-অর্থ সম্পাদক মুফতি ইলিয়াস হামিদিসহ সারাদেশে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

মিজানুর রহমান/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।