করোনায় অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিবের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২০ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব আবুল হোসেন (৬৪) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার (২০ এপ্রিল) সেখানেই তিনি মারা যান।

তথ্য ক্যাডারের ৮২ ব্যাচের এই কর্মকর্তা মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গ্রামের বাড়ি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়।

এতে বলা হয়, আবুল হোসেন ১৯৮১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে মাস্টার্স পাস করেন। চাকরি জীবনে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটারনাল পাবলিসিটি উইং, বিটিভির বার্তা বিভাগ, নেপালে বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করেন।

এদিকে আবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি স ম গোলাম কিবরিয়া ও মহাসচিব মুন্সী জালাল উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের পরিবারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরএমএম/জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।