ঢাকা উত্তর সিটিতে লকডাউন অমান্য ও মাস্ক না পরায় ১৭ মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২১ এপ্রিল ২০২১

লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য, লাইসেন্স ব‍্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব‍্যবসা করা, মাস্ক না পড়া এবং স্বাস্থ্যবিধি না মানায় ১৭ মামলায় ২৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ এপ্রিল) ডিএনসিসি এলাকার অঞ্চল-৩ এর ১৯ নম্বর ওয়ার্ডে বনানী ১১ নম্বর রোড এলাকায় ৫টি মামলায় ১০ হাজার ৩০০ টাকা, অঞ্চল-৯ এর ৪০ নম্বর ওয়ার্ডে ভাটারা, ছোলমাইদ, নয়ানগর উত্তর ও দক্ষিণ এলাকায় ৭টি মামলায় ৩ হাজার ৯০০ টাকা এবং অঞ্চল-১০ এর ৩৮ নম্বর ওয়ার্ডে মধ‍্যপাড়া, মোল্লাপাড়া, উত্তরবাড্ডা এলাকায় ৫টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

এমএমএ/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।